করোনা: ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

করোনা: ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

করোনা: ইতালিতে আরেক বাংলাদেশির মৃত্যু

প্রবাস

জার্নাল ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে ছিলেন। পেশায় একজন ব্যবসায়ী।

তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানিয়েছেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়।

এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যু হলো। অন্যদিকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও চারজন।

এদিকে সোমবার ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৮১২ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/113669/করোনা-ইতালিতে-আরেক-বাংলাদেশির-মৃত্যু