দিল্লির সহিংসতায় ‘বাথরুমে পুলিশ’

দিল্লির সহিংসতায় ‘বাথরুমে পুলিশ’

দিল্লির সহিংসতায় ‘বাথরুমে পুলিশ’

জার্নাল ডেস্ক

নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল দিল্লি পুলিশ। সাহায্যের জন্যে গেলে পুলিশ বলেছে, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না। তাদের কাছে এধরণের কোনও নির্দেশ নেই। দিল্লির ভাজনপুরা এলাকাতে যখন পেট্রোল পাম্প জ্বালিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা, পাথর ছুড়ছে, তখন পুলিশ বাথরুমে লুকিয়ে ছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল’র তথ্য মতে, সোমবার থেকে উত্তর-পূর্ব দিল্লির যে অঞ্চলগুলিতে সহিংসতা শুরু হয়েছিল, সেখান থেকে পুলিশ হেডকোয়াটারের দূরত্ব ছিল মাত্র ১২ কিলোমিটার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সংঘর্ষ শুরু হওয়ার পরও পুলিশকে এলাকায় দেখা যায়নি। এক-দু'‌জন যারা ছিলেন, তারাও কোনও ব্যবস্থা নেননি। ভাজনপুরা অঞ্চলে একটা পেট্রোল পাম্প জ্বালিয়ে দিল, আর দিল্লি পুলিশ ভয়ে বাথরুমে লুকিয়ে ছিল। এমনটাই জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। 

আরও পড়ুন: দিল্লিতে নিহত ৩৮, ধরা ছোঁয়ার বাইরে মোদির দাঙ্গাবাজ নেতারা

স্থানীয়দের দাবি, প্রথমে তো কোনও পুলিশ ওখানে আসেইনি, যারা এসেছিল তারা নীরব হয়ে দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন: দিল্লি সংঘর্ষ: এক মুসলিম পরিবারের ভয়াবহ করুণ কাহিনি

তাদেরকে সাহায্যের জন্য বলায় পুলিশ জানায়, তাদের কাছে কোনও অর্ডার নেই। পুলিশ তাদের বলেছিল, তোমাদের যা করার তোমরা তা কর, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না, কারণ ওপরমহল থেকে কোনও নির্দেশ আসেনি। যতক্ষণ না পর্যন্ত কোনও নির্দেশ না আসে ততক্ষণ তারা কিছুই করতে পারবেন না বলে জানিয়ে দেন তারা।

আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/109470/দিল্লির-সহিংসতায়-বাথরুমে-পুলিশ