পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

ছাঁটাইয়ের জেরে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কানিজ গার্মেন্টস লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দু’পাশে তারা অবস্থান নেন। এ সময় যানচলাচল বন্ধ করে সড়কে দাঁড়িয়ে ও বসে পড়েন তারা। সড়ক অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

আন্দোলনকারী শ্রমিকদের একজন বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এক পুলিশ সদস্য জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন থেমে থেমে যান চলাচল করছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/107317/পোশাক-শ্রমিকদের-সড়ক-অবরোধ-দুর্ভোগে-যাত্রীরা