শীতকালে মোজার ওপর মাসেহ করার নিয়ম

শীতকালে মোজার ওপর মাসেহ করার নিয়ম

শীতকালে মোজার ওপর মাসেহ করার নিয়ম

শীতের সময় ইসলামি শরিয়ত মানুষকে পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে অজু করে চামড়ার মোজা পরতে হবে।

অনলাইন ডেস্ক

শীতের সময় ইসলামি শরিয়ত মানুষকে পা ধোয়ার পরিবর্তে মোজার ওপর মাসেহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে অজু করে চামড়ার মোজা পরতে হবে। হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘মোজার ওপর মাসেহ করার সময় মুসাফিরের জন্য তিন দিন তিন রাত এবং মুকিমের জন্য এক দিন এক রাত।’ -আবু দাউদ

মাসেহ বৈধ হওয়ার শর্তসমূহ-

১) পবিত্র হয়ে মোজা পরা। অর্থাৎ অজু করে পা ধোয়ার পর মোজা পরা। (সহিহ বোখারি: ১৯৯)

২) মোজা দ্বারা টাখনু ঢেকে থাকা। (সহিহ মুসলিম: ৩৫৪)

৩) মোজা ছেঁড়াফাটা হলে পায়ের ছোট আঙুলের তিন আঙুল পরিমাণের কম ছেঁড়াফাটা থাকতে হবে। (সুনানে আবু দাউদ: ২৪২০)

৪) উভয় মোজা বাঁধা ছাড়া পায়ে লেগে থাকা।

৫) তা ধারাবাহিক চলার উপযোগী হওয়া।

মাসেহের ফরজ : হাতের ছোট তিন আঙুলের সমান পায়ের ওপরের অংশ মাসেহ করা। (সুনানে আবু দাউদ: ১৪০)

মাসেহের সুন্নত: পায়ের আঙুলের মাথা থেকে হাতের আঙুলগুলো প্রশস্ত করে টাখনু পর্যন্ত মাসেহ করা। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১৮৫)

জেনে রাখা দরকার-  কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরিধান করলেও মাসেহ করা জায়েজ। চামড়ার মোজার ওপর পরিহিত কাপড়ের মোজায় মাসেহ করা জায়েজ নয়। বরং কাপড়ের মোজা খুলে সরাসরি চামড়ার মোজার ওপর মাসেহ করতে হবে। প্লাস্টার বা ব্যান্ডেজের ওপর মাসেহ করে এবং অন্য পা ধুয়ে চামড়া জাতীয় মোজা পরা হলে পরবর্তী অজুর সময় থেকে ওই মোজার ওপর মাসেহ করা যাবে। মাসেহের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে উভয় মোজা খুলে পুণরায় ব্যান্ডেজের ওপর মাসেহ করে নেবে এবং অপর পা ধুয়ে নেবে।

বাংলাদেশ জারনাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/religion/101918/শীতকালে-মোজার-ওপর-মাসেহ-করার-নিয়ম