সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিশেষ প্রতিবেদক : খেলা মাঠে গড়ানোর আগেই একটি ম্যাচ জয় করে ফেললো বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়িয়েছে তারা। জাগো ফাউন্ডেশন নামের একটি সংগঠন এরই মধ্যে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে মিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করবে। এমন একটি কাজ করায় দলের অধিনায়ক মাশরাফি বলেন, মাঠে নামার আগেই আমরা প্রথম একটি জয় পেয়ে গেলাম।

অনুষ্ঠানেই হাজির করা হয় এক দল সুবিধাবঞ্চিত শিশুকে। মঞ্চে তাদের পরানো হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি। স্বপ্নের নায়ক মাশরাফিসহ অন্য ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলে ওই শিশুরা। এরপর নিজের স্বাক্ষরসহ শিশুদের হাতে একটি ব্যাট তুলে দেন মাশরাফি বিন মর্তুজা।

দলটির চেয়ারম্যান নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম ঘোষণা করেনে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তাকে পেয়ে আমার কুমিল্লাবাসী গর্বিত। অধিনায়ক হিসেবে মাশরাফি আমাদের দলের দায়িত্ব পালন করবেন।’

কুমিল্লার লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দলটির প্রধান উপদেষ্টা ও বিসিবি ও আইসিসির সাবেক সভাপতি আহম মুস্তফা কামাল। উদ্বোধনী বক্তব্যে মুস্তফা কামাল বলেন, ‘ক্রিকেট আমার স্বপ্ন, আমি ক্রিকেট ভালবাসি। তাই ক্রিকেটের পাশে যেভাবেই হোক থাকার চেষ্টা করি।’