বিভিন্ন দেশে বাংলাদেশি সিমেন্ট রপ্তানি হয়

বিভিন্ন দেশে বাংলাদেশি সিমেন্ট রপ্তানি হয়

অর্থনীতি ডেক্স : বাংলাদেশ হতে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, মালয়েশিয়া, বুলগেরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে সিমেন্ট রপ্তানি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য পিনু খানের লিখিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ হতে ৫ দশমিক ৪৯ মিলিয়ন এবং ২০১৪-১৫ অর্থবছরে ৪ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের সিমেন্ট বিদেশে রপ্তানি করা হয়।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ‘সিমেন্ট বাংলাদেশের একটি পুঁজিঘন শিল্পখাত। সিমেন্ট রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।’ পিনু খানের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের হিমায়িত খাদ্যের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে চিংড়ি হতে এবং বাকি ২০ শতাংশ আসে অন্যান্য মৎস্য থেকে। ২০১৪-১৫ অর্থবছরে হিমায়িত মৎস্য রপ্তানি থেকে আয় হয়েছে ৫৬৮ মিলিয়ন মার্কিন ডলার।