গাজীপুরে বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

গাজীপুরে বোন হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

ডেক্স নিউজ : গাজীপুরে আপন বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হকের আদালত মঙ্গলবার সকালে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, শ্রীপুরের বরমী মধ্যপাড়া এলাকার মো. আজাদের স্ত্রী ফারজানা আক্তার নার্গিস ৯ মাসের অন্তসত্ত্বা ছিলেন। ২০১২ সালের ৪ মার্চ নার্গিসের বাবা নুরুল ইসলাম সন্তান প্রসবের জন্য মেয়েকে একই গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসেন।

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই বছরের ৫ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে আসামি জহিরুল ইসলাম কালু তার বোন নার্গিসের কক্ষে ঢুকে তাকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন।

এ ব্যাপারে নিহতের স্বামী আজাদ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ। আসামি পক্ষে ছিলেন মো. সাহাবুদ্দিন মোড়ল।

মৃত্যুদণ্ডাদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।