রোজায় পাকিস্তানে মৃত্যুদণ্ড স্থগিত

রোজায় পাকিস্তানে মৃত্যুদণ্ড স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে পাকিস্তানে সাময়িকভাবে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিটি রাজ্য সরকারকে এ নির্দেশ দেন।

শুক্রবার (১৯ জুন) থেকেই দেশের অধিকাংশ অঞ্চলে রমজান মাস শুরু হয়েছে। পবিত্রতা রক্ষায় এ মাসে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন নওয়াজ শরীফ। চলতি সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের জেলে ‍অন্তত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও ৮ হাজার ২শ’ কয়েদী মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন, যারা এক যুগেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন।

এর আগে পাকিস্তানে সাত বছর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল। কিন্তু গত বছরের শেষে পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলার পর আবার দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর চালু করা হয়।