শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ ২০২৫ পালিত হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১-৩০ ঘটিকায় র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন ‘স্থানীয় সরকার দিবস’ ২০২৫ পালনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা, কর্মতৎপরতা, গুরুত্ব ও সর্বোপরি সমতা প্রকাশই দিবসটি পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলকী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল, মোঃ হাবিল উদ্দিন, আনোয়ার হোসেন বাকী এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।