Assignment reporter

জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক সংবাদদাতা/রিপোর্টার নিয়োগ

আপনার একটি সংবাদ বদলে দিতে পারে দেশ ও সমাজের অনেক কিছু। চাইলে আপনিও হতে পারেন একজন গর্বিত সংবাদকর্মী। দরকার অনুসন্ধানী মন, অদম্য ইচ্ছাশক্তি এবং হুমকি ও প্রলোভন কে উপেক্ষা করার মত দৃঢ় মানষিকতা। বহি:বিশ্বসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা, থানা ও উপজেলা পর্যায়ে পুরুষ/মহিলা সাংবাদিক নিয়োগ করা হবে। আমরা তরুণ, আমরাই পারি এ দেশকে বদলে দিতে, পারি মনের মাধুরী মিশেয়ে সাজাতে উন্নত বিশ্বের মডেল দেশ হিসেবে। 


প্রার্থীর যোগ্যতা :
১। নুন্যতম এইচ এস সি বা সমমানের পাশ (অভিজ্ঞদের জন্য শিথিলযোগ্য)।
২। নিজস্ব ক্যামেরা থাকতে হবে।
৩। ইন্টারনেট ব্যবহার জানতে হবে।
৪। প্রার্থীকে সাহসী, উদ্যমী এবং পরিশ্রমী হতে হবে।
৫। নিজের জ্ঞান ও মেধার সমন্বয়ে রিপোর্ট তৈরী করতে হবে।

প্রার্থীর অবশ্যই পালনীয় বিষয়গুলি :
১। অন্যের রিপোর্টকে নিজের বলে চালিয়ে দেওয়ার মানসিকতা থেকে মুক্ত হতে হবে।
২। সংবাদ প্রেরণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
৩। কারও উপর শত্র“তা বশত কোন সংবাদ প্রেরণের মানসিকতা থেকে মুক্ত হতে হবে।
৪। সংবাদের সাথে উপযুক্ত ছবি প্রেরণ করতে হবে।
৫। সংবাদের ভিডিও ক্লিপ থাকলে তা সংবাদের সাথেই প্রেরণ করতে হবে।
৬। অপরাধ ও অনুসন্ধানীমূলক সংবাদের ক্ষেত্রে যথাযথ সূত্র ও প্রমাণ উল্লেখ করতে হবে।

পদবী :
১। বিভাগীয় প্রধান
২। ব্যুরো প্রধান।
৩। জেলা প্রতিনিধি।
৪। উপজেলা প্রতিনিধি ।
৫। ইউনিয়ন প্রতিনিধি।
৬। স্কুল (শিশু সাংবাদিক), কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
৭। ফটো সাংবাদিক।

আপনাকে একজন গর্বিত সংবাদকর্মী হিসেবে গড়তে চাইলে ডাক/কুরিয়ার অথবা আমাদের ই-মেইলে আজই পাঠিয়ে দিন আপনার পাসপোর্ট আকারের ১কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ জীবন-বৃত্তান্ত।
e-mail : news.tangaildarpan@gmail.com
web : www.tangaildarpan.com
www.facebook/TangailDarpan

 আমাদের টিম সবসময় আপনার পাশে।
[বিঃ দ্রঃ টাঙ্গাইল দর্পণ একটি অনলাইন নিউজ পেপার, দেশসেবা এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং দেশের চলমান সমস্যাগুলো তুলে ধরাই হল আমাদের লক্ষ্য।]