শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
বর্তমান প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের মাঠ প্রশাসনের একটি বড় অংশ নিরপেক্ষতা হারিয়ে বিএনপির পক্ষাবলম্বন করছে। এ ধরনের একপক্ষীয় প্রশাসনের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা দেখছি, মাঠপর্যায়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, অথচ প্রশাসন সেসব ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। কোথাও কোথাও চাঁদাবাজির মতো অপরাধ সংঘটিত হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চলতে থাকলে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না এবং নির্বাচনের সার্বিক গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।”
বৈঠকে এনসিপির পক্ষ থেকে রাষ্ট্রীয় ব্যবস্থার মৌলিক সংস্কারের দাবি তুলে ধরা হয়। নাহিদ বলেন, “আমরা কূটনীতিকদের জানিয়েছি যে, এনসিপি কেবল নির্বাচনের জন্য নয়, বরং রাষ্ট্রের গঠনগত সংস্কারের লক্ষ্য নিয়েই কাজ করছে। আমাদের তিনটি প্রধান দাবি—সংবিধানিক সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং গণপরিষদ নির্বাচনের আয়োজন। এসব দাবি পূরণ না হলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কি না, তা পুনর্বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, “আমরা ন্যূনতম কিছু পরিবর্তন চাই না। আমাদের লক্ষ্য রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। বিচার ব্যবস্থার রোডম্যাপ, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচনের সময়সূচি ঘোষণার কোনো অর্থ হয় না।”
নাহিদ ইসলাম নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানান। তার ভাষায়, “একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন, পুলিশ এবং আমলাতন্ত্রকে নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে। না হলে আগামী নির্বাচন জনগণের আস্থা অর্জন করতে পারবে না।”