শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: ২০২৫-০৩-২০ ২৩:৪৭:১৯
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৯-২০ মার্চ) দুইদিন ব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন কৃষক/ কৃষাণী এই প্রশিক্ষণে অংশ নেন।
এতে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ দুলাল উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার খামার বাড়ি টাংগাইল, মোঃ নূরুল ইসলাম অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) খামার বাড়ি, টাঙ্গাইল, মোঃ মোখলেছুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা ভূঞাপুর, মোঃ আব্দুল্লাহ আল মামুদ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ভূঞাপুর।