শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Logo
Logo

আন্তর্জাতিক

ইসরাইল কাটজের ঘোষণা

‘ইহুদিবাদী সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে’

প্রকাশিত: ২০২৫-০৩-১৩ ১৬:২৮:৪৩

News Image

ইসরাইল কাটজ

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির "বাফার জোন" দখলকারী ইসরাইলি সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।

 

ইসরাইল গোলান মালভূমির বাইরে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে, বিশেষ করে দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হারমন পর্বতের সিরিয়ান অংশ দখল করে নিয়েছে। আল-কায়েদার সাবেক নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আবু মোহাম্মদ আল-জুলানির হাতে সিরিয়ার রাজধানীর নাটকীয় পতনের কয়েকদিন পরে দখল করে নেয়।

 

হারমান পর্বত দখলের বিষয়ে ইসরাইল কাটজ বলেন, "প্রতিদিন সকালে যখন আল-জুলানি দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে চোখ খুলবেন, তখন তিনি ইসরাইলি বাহিনীকে হারমনের চূড়া থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখবেন এবং মনে রাখবেন যে, গোলান এবং গ্যালিলির বাসিন্দাদের যেকোনো হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা এখানে এবং দক্ষিণ সিরিয়ার সমগ্র নিরাপত্তা এলাকায় আছি।"

 

মঙ্গলবার হারমন পর্বতে একটি নতুন ইসরাইলি সামরিক ফাঁড়ি পরিদর্শনের সময় ইসরাইল কাটজ একথা বলেন। তিনি বলেন, ইসরাইলি সেনাবাহিনী "সীমাহীন সময়ের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত।"

 

আরবি ভাষায় জাবাল আল-শেখ নামে পরিচিত হারমন পর্বত, সিরিয়া-লেবানন সীমান্তের উপরে উঁচু তুষারাবৃত পাহাড়ের চূড়ার একটি বিশাল গুচ্ছ। এখান থেকে দামেস্কের শহরতলীর পাশাপাশি ইসরাইল অধিকৃত গোলান মালভূমি দেখা যায় যা ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়।#





আরো পড়ুন

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭