শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
স্টাফ রিপোর্টার:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীবাহী বাস ও সকল ধরনের যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে মির্জাপুর থানা পুলিশের বিশেষ নজরদারি রয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।মহাসড়কের মির্জাপুর উপজেলার স্কয়ার এলাকা থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় মির্জাপুর থানার ৫টি, দেওহাটা ফাঁড়ির ২টি এবং গোড়াই হাইওয়ে থানার ২টি টিম সহ মোট ৯টি টিম নিয়মিত টহল দিচ্ছেন।
এ ছাড়া পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার এইচ এম মাহাবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মোশারফ হোসেনের নেতৃত্বে আরো ৩টি টিম মহাসড়কে টহলে থাকছেন। তারা মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে চালকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন।
অপরদিকে দেলদুয়ার পাকুল্যা আঞ্চলিক সড়ক ও সখিপুর গোড়াই আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার সীমানা পর্যন্ত পুলিশ নিয়মিত টহলে থাকছেন। এছাড়া মির্জাপুর পৌর এলাকাতেও পুলিশের ২টি টিম নিয়মিত টহলে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।