শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

Logo
Logo

টাঙ্গাইল দর্পণ || দেলদুয়ার

টাঙ্গাইলের দেলদুয়ারে আনন্দ শোভাযাত্রা ও উৎসবমূখর বর্ষবরণ

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে উৎসবমূখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। নতুন বর্ষকে বরণ করে নিতে উপজেলা প্রশাসন আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। 

 

সকাল ৯টায় শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় হতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্য, লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বাঙ্গালিয়ানা খাবার পরিবেশন করেন উপজেলা প্রশাসন। লোকজ সাংস্কৃতিক মেলা, নাগরদোলা, ইলেকট্রিক বোট, হস্তশিল্পের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছিল বর্ষবরণের উল্লেখযোগ্য অংশ। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা আব্দুল্লাহ্ আল নুর, দেলদুয়ার অফিসার ইনচার্জ মো. সোহেব খান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত থেকে গৃহিত অনুষ্ঠানমালা উপভোগ করেন।
 

দেলদুয়ারে কীটনাশক পানে যুবকের আত্মহনন

প্রকাশিত: ২০২৫-০২-২৪ ২১:০৭:২০

সর্বশেষ

জনপ্রিয়

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭