সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সখীপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা রোডে খান মার্কেটের সামনে ফুটপাতে বীজের দোকানে অভিযানে ২০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করে।   

ইয়াবা ব্যবসায়ী উপজেলার কীর্তনখোলা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২)।পুলিশ সূত্রে জানা যায়, ছানোয়ার বীজ ব্যবসার আড়ালে অভিনব কায়দায় দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। ঘটনার দিন মুলা বীজের ভেতরে ইয়াবা প্যাকেটে ভরে বিক্রি করছিল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় পুলিশের একটি টহলদল এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।