সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সকাল ১১টায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সখীপুর ম‌হিলা কলেজ ক‌্যাম্পাসের হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সখীপুর আবাসিক মহিলা কলেজের উপাধ্যক্ষ এসএম জাকির হোসেন, টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শাহজাহান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন হায়দার প্রমুখ। 

বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগিরা বিজয়ী ও সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিযোগিরা বিজিত হন। অতিথিরা বিজয়ী ও বিজিতদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।