পহেলা অগাস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
পহেলা অগাস্ট পর্যন্ত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
আগামী ২৮, ২৯, ৩১শে জুলাই এবং পহেলা অগাস্টে নির্ধারিত সব পরীক্ষাই স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সেগুলো পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সংঘাতময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
গত ৩০শে জুন সারা দেশে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে বন্যা পরিস্থিতির কারণে শুধু সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ই জুলাই পর্যন্ত স্থগিত করা হয়।
আগের সূচি অনুযায়ী ১১ই অগাস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।