ডা. মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
ডা. মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক গেজেট নোটিফিকেশন থেকে এ তথ্য জানা যায়।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক গেজেট নোটিফিকেশন থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. কামাল হোসেন স্বাক্ষরিত গেজেট নোটিফিকেশনে বলা হয়, অবিলম্বে পদত্যাগপত্রটি কার্যকর হবে।
এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে ডা. মুরাদ হাসানকে অব্যাহতি দেয়া হয়।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184256/ডা.-মুরাদের-পদত্যাগপত্র-গ্রহণ-করেছেন-রাষ্ট্রপতি