ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
কুষ্টিয়া পৌরসভাকে ভারত সরকারের অ্যাম্বুলেন্স উপহার

কুষ্টিয়া পৌরসভাকে ভারত সরকারের অ্যাম্বুলেন্স উপহার

কুষ্টিয়া পৌরসভাকে ভারত সরকারের অ্যাম্বুলেন্স উপহার

পৌরসভার মেয়র আনোয়ার আলীর হাতে চাবি তুলে দেন ভারত সরকারের পক্ষে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভাকে উপহার হিসেবে দেড় কোটি টাকা মূল্যের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার।

সোমবার দুপুরে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভার মেয়র আনোয়ার আলীর হাতে চাবি তুলে দেন ভারত সরকারের পক্ষে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে, যা সবচেয়ে বন্ধুত্বপূর্ণ। আমাদের হৃদয়ে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব। এই কুষ্টিয়াতে একটি ভিসা সেন্টার পরিকল্পনা রয়েছে। সেই সাথে কুষ্টিয়া পৌরসভাকে অ্যাম্বুলেন্স উপহার দিতে পেরে বাংলাদেশ এবং ভারতের বন্ধু প্রতীম দেশের এ বন্ধন সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে।

লাইফ সাপোর্ট সম্বলিত এই এ্যাম্বুলেন্সে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা। রোগীদের মানসম্পন্ন জরুরী সেবা এবং ট্রমা লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে অ্যাম্বুলেন্সটি।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক অজয় সুরেকা, প্যানেল মেয়র শাহীন উদ্দিনসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/184027/কুষ্টিয়া-পৌরসভাকে-ভারত-সরকারের-অ্যাম্বুলেন্স-উপহার