ইউক্রেন ইস্যু: রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকানোর চেষ্টায় ন্যাটো জোট
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
ইউক্রেন ইস্যু: রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকানোর চেষ্টায় ন্যাটো জোট
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকানোর চেষ্টা করছে ন্যাটো জোট। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটায় জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সংঘাত ঠেকানোর চেষ্টা করছে ন্যাটো জোট। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটায় জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।
ইউক্রেন অভিযোগ করে আসছে যে, সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিয়েভের এই অভিযোগের প্রতি সমর্থন দিয়েছে আমেরিকা এবং ন্যাটো জোট।
অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে মস্কো বলছে, আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলার কাজ করছে। এরই মধ্যে ইউক্রেনে ন্যাটো জোট কয়েক হাজার সেনা মোতায়েন করেছে বলে খবর বেরিয়েছে।
এর আগে আমেরিকা ও ন্যাটো সামরিক জোটকে লক্ষ্য করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করেন। সূত্র- পার্স টুডে
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183646/ইউক্রেন-ইস্যু-রাশিয়ার-সঙ্গে-সংঘাত-ঠেকানোর-চেষ্টায়-ন্যাটো-জোট