পীরগঞ্জে জামানত হারালেন নৌকার প্রার্থী
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
পীরগঞ্জে জামানত হারালেন নৌকার প্রার্থী
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জামানত হারিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী অরুণ কুমার রায়।
বাংলাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধিতৃতীয় ধাপের ইউপি নির্বাচনে জামানত হারিয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী অরুণ কুমার রায়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান চৌধুরী চার হাজার ৭৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মাহাবুব আলম আনারস প্রতীকে তিন হাজার ৮৭৭ ভোট, চশমা প্রতীকে ফজলুল হক তিন হাজার ৮৫৭ ভোট ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অরুণ কুমার রায় পেয়েছেন ৬৪৩ ভোট।
এ বিষয়ে পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায় বলেন, দলীয় নেতাকর্মীরা সেভাবে সহযোগিতা না করায় নির্বাচনে ভরাডুবি হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183519/পীরগঞ্জে-জামানত-হারালেন-নৌকার-প্রার্থী