ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রামে পরীমনি

‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রামে পরীমনি

‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রামে পরীমনি

চট্রগ্রামের কোথায় কোথায় শুটিং হবে, সেটা একদমই বলতে নারাজ নির্মাতা।

বিনোদন ডেস্ক

চলচিত্র নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘প্রীতিলতা’র শেষ লটের শুটিংয়ের জন্য বন্দর নগরী চট্টগ্রামে গেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।  

সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে সিনেমাটির। চলবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে পুরো টিম চট্টগ্রামে গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 

তবে চট্রগ্রামের কোথায় কোথায় শুটিং হবে, সেটা একদমই বলতে নারাজ নির্মাতা। 

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরেই নির্মিত হচ্ছে এ সিনেমা। এখানে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ইতোপূর্বে তার একটি লুক প্রকাশ করা হয়েছিল। সেটা পেয়েছিল ইতিবাচক সাড়া।

সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রাব্বানী। এতে আরও অভিনয় করছেন- তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আরএ রাহুল প্রমুখ। এ সিনেমায় গান করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমন। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/183735/প্রীতিলতার-শুটিংয়ে-চট্টগ্রামে-পরীমনি