করোনায় মৃত্যু, জর্ডানের হাসপাতাল প্রধানের কারাদণ্ড
সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
করোনায় মৃত্যু, জর্ডানের হাসপাতাল প্রধানের কারাদণ্ড
জর্ডানের একটি হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ১০ করোনা রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আন্তর্জাতিক ডেস্ক
জর্ডানের একটি হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে ১০ করোনা রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
রোববার রাষ্টায়ত্ত ঐ হাসপাতালের পরিচালককে এ কারাদণ্ড প্রদান করা হয়।
মার্চ মাসের ঐ ঘটনার পর কয়েক'শ মানুষ হাসপাতালের বাইরে বিক্ষোভ করে। পরে বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হাসপাতালটি পরিদর্শন করেন।
এ ঘটনায় জর্ডানের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর জেরে স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবায়দাত পদত্যাগে বাধ্য হন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/183929/করোনায়-মৃত্যু-জর্ডানের-হাসপাতাল-প্রধানের-কারাদণ্ড