১৮৮ কিলোমিটার সাইকেল চালিয়ে আবুধাবিতে আজাদ মিয়া
শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
১৮৮ কিলোমিটার সাইকেল চালিয়ে আবুধাবিতে আজাদ মিয়া
সংযুক্ত আরব আমিরাতের সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার। এদিন ১৮৮ কিলোমিটার সাইকেল চালিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশি মুহাম্মদ আজাদ মিয়া।
জার্নাল ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের সুবর্ণজয়ন্তী অর্থাৎ ৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস বৃহস্পতিবার। এদিন ১৮৮ কিলোমিটার সাইকেল চালিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশি মুহাম্মদ আজাদ মিয়া।
জানা যায়, তীব্র গরম ও রোদ উপেক্ষা করে দুইদিন ধরে ১৮৮ কিলোমিটার সাইকেল চালিয়ে আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান তিনি।
আজাদ মিয়ার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। গত ৩০ বছর ধরে আমিরাত শহরের এক আরবির ঘরে কাজ করে আসছেন তিনি।
আমিরাতের স্বাধীনতা ও জাতীয় দিবসে গত ১৫ বছর ধরে সাইকেল চালিয়ে রাজধানী আবুধাবিতে যান আজাদ মিয়া।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/183644/১৮৮-কিলোমিটার-সাইকেল-চালিয়ে-আবুধাবিতে-আজাদ-মিয়া