লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামী কারাগারে
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় প্রধান আসামী কারাগারে
মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার সদর ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে সহিংসতায় নিহত ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান সজিব হত্যা মামলার প্রধান আসামী মাসুদ আলমকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ঢাকার সদর ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বোন সোনিয়া আক্তার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলায় ওই ইউপি’র আনারস প্রতীকে নব নির্বাচিত চেয়ারম্যান আমীর হোসেন খানকেও আসামী করা হয়।
জানা যায়, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুরের নয়নপুর ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা সজিব গুরুতর আহত হন। পরে চাঁদপুর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সজিব ওই কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থনে কাজ করছিলেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/law-court/183422/লক্ষ্মীপুরে-ছাত্রলীগ-নেতা-হত্যা-মামলায়-প্রধান-আসামী-কারাগারে