ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

সোমবার বিকেলে পিরোজপুর পৌরসভা এলাকার চিলা এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ‘বীর নিবাস’ নির্মান কাজের উদ্বোধন হয়েছে। 

সোমবার বিকেলে পিরোজপুর পৌরসভা এলাকার চিলা এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির আহম্মেদ, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী। এছাড়াও স্থানীয় ও প্রশাসনিক পর্যায়ের অনেক গন্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন। 

তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পিরোজপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ জন মুক্তিযোদ্ধাদের এ আবাসন দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183409/পিরোজপুরে-মুক্তিযোদ্ধাদের-জন্য-বীর-নিবাস-নির্মাণ-কাজের-উদ্বোধন