আপিল করার ৩২ বছর পর খালাস
আপিল করার ৩২ বছর পর খালাস
সিলেটের জুট প্রোডাক্টশনের সাব ডিভিশনাল এগ্রিকালচার অফিসা মো. রমজান আলীর বিরুদ্ধে ১৯৭৭ সালে একটি দুর্নীতির মামলা হয়।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকসিলেটের জুট প্রোডাক্টশনের সাব ডিভিশনাল এগ্রিকালচার অফিসা মো. রমজান আলীর বিরুদ্ধে ১৯৭৭ সালে একটি দুর্নীতির মামলা হয়। তিনশ’ টাকার একটি টিএডিএ বিল তোলার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগেই মামলাটি দায়ের করা হয়।
মামলায় ১৯৮৮ সালে রাজশাহী বিভাগের স্পেশাল জজ আদালত রমজান আলীকে ৫ বছরের কারাদণ্ডাদেশ ও ৩০০ টাকা জরিমানার রায় দেন। ওই রায়ের পর তাকে কিছুদিন জেলও খাটতে হয়। এরপর একই বছরে তিনি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।
আপিলটি দায়েরের পর কেটে গেছে প্রায় ৩২টি বছর। বহু বছর পর মামলাটি চলতি বছর শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় ওঠে। শুনানি শেষে টিএডিএ বিলটির টাকা হস্তান্তর না হওয়ায় দুর্নীতির মামলা থেকে গত ২৪ নভেম্বর আসামি রমজান আলী খালাস পান। গত ২৪ নভেম্বর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিক ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী মো. আসিফ হাসান জানান, কেউ যদি বিনা অপরাধে কারাবাস করেন, তাহলে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করার অধিকার তার আছে।
বাংলাদেশ জার্নাল/জেবি
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183194/আপিল-করার-৩২-বছর-পর-খালাস