সারা দেশে ২০২৫ সালের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
সারা দেশে ২০২৫ সালের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
নিজস্ব প্রতিবেদকগ্রামীণ অর্থনীতি চাঙা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য আগামী ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার ওয়েবিনারে ‘প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন অ্যান্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স’শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, নতুন প্রজন্ম যেন ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে, এ জন্য সরকার ৩০০ স্কুল অব ফিউচার স্থাপন করছে। এছাড়া করোনায় ৩০০ শতাংশের বেশি টেলিহেলথের বিকাশ ঘটেছে। এই সময়ে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক গড়ে উঠেছে, যার ৯৮ শতাংশই যুক্ত হয় মুঠোফোনে বলে জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/information-technology/181804/সারা-দেশে-২০২৫-সালের-মধ্যে-ব্রডব্যান্ড-ইন্টারনেট-সুবিধা