বিশ্বে আক্রান্ত ছাড়াল ২৫ কোটি

বিশ্বে আক্রান্ত ছাড়াল ২৫ কোটি

বিশ্বে আক্রান্ত ছাড়াল ২৫ কোটি

বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯১ জন।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

টিকাদান ও স্বাস্থ্যবিধি মানার ফলে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি স্বস্থির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। ফলে সারাবিশ্বে একদিনে আরও ছয় হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ১৫ হাজার ৬০৮ জন। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ২৬ লাখ ৯ হাজার ৬৬৮ জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ৬০ হাজার ১২২ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৮৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৪১২ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৭৫ হাজার ৯৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৭৩ লাখ ১১ হাজার ৬৬৬ জন।

ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৯৬৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬০ হাজার ৭৮৭ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিন কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৯২৬ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ নয় হাজার ৪১৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৩২৪ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই কোটি ১০ লাখ ৬২ হাজার ২১৮ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৯১ জন। করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/180588/বিশ্বে-আক্রান্ত-ছাড়াল-২৫-কোটি