দুবাইয়ে গাড়ি চাপায় বাংলাদেশি নিহত
রবিবার, ৭ নভেম্বর, ২০২১
দুবাইয়ে গাড়ি চাপায় বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দ্রুতগামী গাড়ি চাপায় এক বাংলাদেশি প্রবাসী নিহত...
প্রবাস ডেস্কসংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দ্রুতগামী গাড়ি চাপায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ফরহাদ (২৮) নামে ওই যুবক চট্টগ্রামের রাউজানের ৪নম্বর গহিরা ইউনিয়নের দৌলত কাজী বাড়ির মুহাম্মদ কামাল উদ্দীনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৪ নভেম্বর) দুবাই ড্রাগন মার্ট ২ এর সামনের সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি ইমতিয়াজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
২০১১ সালে দুবাইয়ের আল-আবিরে যান ইমতিয়াজ উদ্দিন। ইন্টারন্যাশনাল সিটির ইতালি ইউ ইলেভেন ভবনে থাকতেন। গত মাস পর্যন্ত চায়না মার্কেটে চাকরি করলেও বর্তমানে ড্রাগন মার্টের সম্রাট ফুডস্টাফ ট্রেডিংয়ে কর্মরত ছিলেন তিনি।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/180584/দুবাইয়ে-গাড়ি-চাপায়-বাংলাদেশি-নিহত