সিইসির সঙ্গে ইইউর নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিইসির সঙ্গে ইইউর নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিইসির সঙ্গে ইইউর নতুন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ।

মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে যান চার্লস হোয়াইটলি।

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে আলোচনার মধ্যেই ইইউ রাষ্ট্রদূত দেশের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করেন।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তাদের মধ্যে পৌনে এক ঘণ্টাব্যাপী আলাপ হয়েছে।

হোয়াইটলি এক টুইটে বলেছেন, নূরুল হুদার সঙ্গে তার ‘বেশ চমকপ্রদ’ আলোচনা হয়েছে।

গত সোমবার এক অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচনে ‘হস্তক্ষেপ’ করতে না চাইলেও নির্বাচন প্রক্রিয়া ‘গভীরভাবে নজরে রাখবে’ বলে জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181805/সিইসির-সঙ্গে-ইইউর-নতুন-রাষ্ট্রদূতের-সাক্ষাৎ