নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদকঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন। বুধবার সন্ধ্যায় নবাবগঞ্জ-ঢাকা সড়কের আগলা টিকরপুর মোহনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার এসআই অজিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর খুঁটি বহনকারী ঢাকাগামী একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ি চাপা পরে দুজন নিহত হন। এছাড়াও আরো আটজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দোহার ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদ আলম বলেন, ‘আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি।’
তবে ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-২ নবাবগঞ্জ কার্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাহেন্দ্র পরিবহণটিতে কর্মরত হতাহতরা একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারী। আমরা এ বিষয়ে কিছু জানি না। নবাবগঞ্জ থানার এসআই অজিত রায় বলেন, পুলিশ লাশগুলো উদ্ধার করেছে সুরতহাল শেষে ঢাকায় পাঠিয়েছে।
বাংলাদেশ জার্নাল/জেবি
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181083/নবাবগঞ্জে-সড়ক-দুর্ঘটনায়-নিহত-দুই