চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

চট্টগ্রামে কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি।

বাংলাদেশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে করোনায় টানা তিনদিন মৃত্যুহীন দিন পার করছে। গত ২৪ ঘণ্টায়ও করোনায় কারো মৃত্যু হয়নি। তবে  নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে।  চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২৩ জন এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২৪৫ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯৮২ জন এবং ২৮ হাজার ২৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪ জনই  নগরের বাসিন্দা।  গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩ জন।

উপজেলাগুলোর মধ্যে- সাতকানিয়ায় ১, বাঁশখালী ১ ও হাটহাজারীতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180247/চট্টগ্রামে-কমেছে-মৃত্যু-বেড়েছে-শনাক্ত