-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
এবার রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

এবার রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

এবার রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

সোমবার রাত পৌনে এগারোটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাসচাপায়  শিক্ষার্থী মারা গেছেন। ঘটনাস্থলে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। এঘটনায় ৮টি বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। তারা সড়ক অবরোধ করেছেন।

সোমবার রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাইনউদ্দিন।  সে পূর্ব রামপুরার বাসিন্দা ও একরামুন্নেসা স্কুলের এসএসসি পরিক্ষার্থী ছিল। 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বাসচাপায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বেশ কিছু বাসে আগুন দিয়েছে।  সড়ক অবরোধ করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাসের হেলপার। পরে তাকে ধাক্কায় দিলে রাস্তায় পড়ে যায় সে। এরপর চলন্ত বাস তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বাংলাদেশ জার্নালকে বলেন, বাস চাপায় এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮ টি বাস আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানের হল মার্কেটের সামনে সড়ক পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাকের ধক্কায় ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। পরেরদিন ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় সংবাদমাধ্যমের কর্মী আহসান কবির খাঁন এর নির্মম মৃত্যু হয়। 

বাংলাদেশ জার্নাল/এফজেড/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183291/এবার-রামপুরায়-বাসচাপায়-শিক্ষার্থীর-মৃত্যু