পিরোজপুরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

পিরোজপুরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

পিরোজপুরে নির্বাচনী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

পিরোজপুর সদর উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

বাংলাদেশ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভসহ গুলিবিদ্ধ হয়েছেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান সিকদার। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফয়সাল মাহাবুব শুভ ও হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় নৌকা মার্কার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকদের মধ্যে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন  জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন মাতব্বরের সমর্থকরা মিছিল বের করলে সেখানে এ সংঘর্ষ বাঁধে। এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180714/পিরোজপুরে-নির্বাচনী-সংঘর্ষে-গুলিবিদ্ধ-২