শাহজাদপুরে উপনির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী

শাহজাদপুরে উপনির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী

শাহজাদপুরে উপনির্বাচনে বিপুল ভোটে নৌকা জয়ী

নৌকা প্রতীক নিয়ে কবিতা পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) মো. মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেরিনা জাহান কবিতা। নৌকা প্রতীক নিয়ে কবিতা পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) মো. মোক্তার হোসেন পেয়েছেন ৫৩৫ ভোট।

অর্থাৎ মেরিনা জাহান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২০৭ গুণ বেশি ভোট পেয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনে রিটানিং অফিসার ও রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-৬ আসন ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। ভোট গ্রহণের হার ২৬ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে চলতি বছরের ২ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে সরকার দলীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনটি শূন্য হয়।

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180108/শাহজাদপুরে-উপনির্বাচনে-বিপুল-ভোটে-নৌকা-জয়ী