স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যুকে কুপিয়ে হত্যা
স্বাভাবিক জীবনে ফেরা জলদস্যুকে কুপিয়ে হত্যা
আলাউদ্দিন কালারমার ছড়া অফিসপাড়ার মোহাম্মদ শাহ ঘোনার মো. লেদুর ছেলে। ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।
বাংলাদেশ
কক্সবাজার প্রতিনিধিদস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে, যিনি কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আত্মসমর্পণ করে জলদস্যুতা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শুক্রবার দিবাগত রাতে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে কালারমার ছড়ার অফিসপাড়ায় তাকে হত্যা করা হয়।
আলাউদ্দিন কালারমার ছড়া অফিসপাড়ার মোহাম্মদ শাহ ঘোনার মো. লেদুর ছেলে। ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে জলদস্যুর জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্ত রাতে আলাউদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে চকরিয়ার বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা বেশি খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180474/স্বাভাবিক-জীবনে-ফেরা-জলদস্যুকে-কুপিয়ে-হত্যা