ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
মাদক মামলায় হাজিরা দিয়েই মাদক বিক্রি!

মাদক মামলায় হাজিরা দিয়েই মাদক বিক্রি!

মাদক মামলায় হাজিরা দিয়েই মাদক বিক্রি!

মাজেদ ও সাইফুল উভয়েই মাদক মামলার আসামি। মাজেদের বিরুদ্ধে ৩টি ও সাইফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিলেন জয়পুরহাট।

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাদল শেখ ওরফে মাজেদ শেখ (৬০) ও  মিদুল ওরফে সাইফুল ইসলাম (৫৫) মাদক মামলার আসামি। উভয়েই জয়পুরহাট যান একটি মাদক মামলায় হাজিরা দিতে। কিন্তু হাজিরা শেষে তারা আবারও ফেরেন মাদক হাতে। সেই মাদক বিক্রি করতে গিয়েই আবারো গ্রেফতার হলেন পুলিশের হাতে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, মাজেদ ও সাইফুল উভয়েই মাদক মামলার আসামি। মাজেদের বিরুদ্ধে ৩টি ও সাইফুলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিলেন জয়পুরহাট। হাজিরা শেষে তারা আবার চুয়াডাঙ্গা ফেরেন মাদক সাথে করে।

চুয়াডাঙ্গা পৌরসভার রেল স্টেশনের পাশে রেলওয়ে জামে মসজিদের সামনে মাদক বিক্রির সময় মাজেদ ও সাইফুলকে গ্রেফতার করা হয়। তবে এসময় আরও দুইজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১০ টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাজেদ ও সাইফুল দীর্ঘদিন শহরে মাদক বিক্রি করে আসছে। আজ মাদক বিক্রি করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183289/মাদক-মামলায়-হাজিরা-দিয়েই-মাদক-বিক্রি