ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত শূন্য
সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত শূন্য
সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ
ময়মনসিংহ প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৪টি নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি। তবে এই সময়ে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নারায়ন ঘোষ (৪৫), আনিসুর রহমান (৭০) ও ত্রিশালের জামাল উদ্দিন (৫৩)।
তিনি বলেন, মেডিকেলের আইসিউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৪টি নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/183195/ময়মনসিংহ-মেডিকেলে-গত-২৪-ঘণ্টায়-করোনা-শনাক্ত-শূন্য