মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী আটক

সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রবাস ডেস্ক

বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।

খায়রুল দাজাইমি বলেছেন, মালয়েশিয়ার ধারা ৬ (১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে জরিমানা করা হবে পাঁচ হাজার রিঙ্গিত করে।

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/182510/মালয়েশিয়ায়-বাংলাদেশিসহ-১২৯-অবৈধ-অভিবাসী-আটক