ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের রেজাউল ইসলাম (৩৫) নামে এক যুবকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার করেছে সন্ত্রাসীরা।

বাংলাদেশ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের রেজাউল ইসলাম (৩৫) নামে এক যুবকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার করেছে সন্ত্রাসীরা। জেলার কালীগঞ্জ উপজেলায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেজাউল উপজেলার মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে।

নিহতের প্রতিবেশী ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। এসময় সবার হৈ চৈ শুনে ঘুম ভাঙে। সেখানে গিয়ে দেখি কারা তাকে উপুর্যপুরি কুপিয়ে রেখে চলে গেছে। এরপর তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পরই পুলিশ সেখানে গিয়েছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তাকে কী কারণে এবং কারা হত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/জেবি

 

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/182965/ঘরে-ঢুকে-যুবককে-কুপিয়ে-হত্যা