লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহী লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন।
বাংলাদেশ
হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের নবীগঞ্জে তেলবাহী লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলাই মিয়ার ছেলে শামীম আহমদ (৩২) ও রতনপুর গ্রামের মৃত গউস আলীর ছেলে শের আলী (৩০)।
স্থানীয়রা জানান, মডেল বাজারের কাছে মহাসড়কে সিলেটমুখী লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের চালক শামীম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শের আলী ও আতাউর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শের আলী মারা যান।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নবীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180475/লরি-মোটরসাইকেল-মুখোমুখি-সংঘর্ষ-নিহত-২