চালকের গলা কেটে বাইক ছিনতাইয়ের চেষ্টা, যুবক আহত
চালকের গলা কেটে বাইক ছিনতাইয়ের চেষ্টা, যুবক আহত
গত সোমবার সন্ধ্যার দিকে কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামে ঘটে এ ঘটনা। আহত নাঈম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনর পুত্র....
বাংলাদেশ
পিরোজপুর প্রতিনিধিপিরোজপুরের কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়িতে ভাড়ায় চালিত মোটর বাইক চালক নাঈম হোসেন (২০) নামে এক যুবকের গলাকেটে তার বাইক ছিনতাইয়ের চেষ্টা করে যাত্রীবেশী এক দুর্বৃত্ত।
গত সোমবার সন্ধ্যার দিকে কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামে ঘটে এ ঘটনা। আহত নাঈম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনর পুত্র।
জানা গেছে, সোমবার সন্ধা ছয়টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া থেকে কাউখালী যাওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত এক যুবক নাঈমের ভাড়ায় চালিত মোটরসাইকেলে ওঠে। পরে কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি নামক স্থানে ওই যুবক নাঈমের গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে।
এ সময় নাঈমের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারি পালিয়ে যায়। পরে স্হানীয়রা তাকে উদ্বার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, আশংকাজনক অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে যান।
আহত নাঈমের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে গলার আঘাতটিই মারাত্মক। এ তথ্য নিশ্চিত করেন কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কর্মকার।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি খুবই দু:খজনক। এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/181812/চালকের-গলা-কেটে-বাইক-ছিনতাইয়ের-চেষ্টা-যুবক-আহত