-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’, ডব্লিউএইচও’র উদ্বেগ

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’, ডব্লিউএইচও’র উদ্বেগ

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’, ডব্লিউএইচও’র উদ্বেগ

ভাইরাসের নতুন ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘উদ্বেগের ধরন’ হিসেবে ঘোষণা করেছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের রোগী শনাক্ত হয়। নতুন এ ধরনটির নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’। এদিকে ভাইরাসের নতুন ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘উদ্বেগের ধরন’ হিসেবে ঘোষণা করেছে। খবর বিবিসির। 

শনাক্ত হওয়া করোনার এ ধরনটি বি.১.১.৫২৯ নামে পরিচিত ছিল। দক্ষিণ আফ্রিকায় সেদিন ২২ জন রোগীর দেহে নতুন ধরনটি শনাক্ত করে সেদেশের বিজ্ঞানীরা। ইতিমধ্যে বোটসওয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে ধরনটি শনাক্ত হয়েছে।

প্রাথমিক গবেষণায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে শুক্রবার ডব্লিউএইচও বলেছে, এ ধরনটি সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সব প্রদেশেই এ ধরনটিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ধরনটির বড় ধরনের মিউটেশন হয়েছে, যার কিছু কিছু উদ্বেগের বিষয়।

ডব্লিউএইচও আরোও বলছে, নতুন ধরনটির প্রভাব বুঝতে কয়েক সপ্তাহ লাগতে পারে। নতুন ধরনটি কতটা সংক্রামক বিজ্ঞানীরা তা গবেষণা করে দেখছেন 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/182954/করোনার-নতুন-ধরন-ওমিক্রন-ডব্লিউএইচওর-উদ্বেগ