সুস্থতার সংখ্যা প্রায় পৌনে ২৩ কোটি

সুস্থতার সংখ্যা প্রায় পৌনে ২৩ কোটি

সুস্থতার সংখ্যা প্রায় পৌনে ২৩ কোটি

গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন সাত হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৯৬১ জন।

আন্তর্জাতিক ডেস্ক

টিকাদানের হার বাড়ানো ও স্বাস্থ্যবিধি মানার ফলে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্থির আভাস দিলেও এর প্রভাব এখনো রয়েছে। ফলে সারা বিশ্বে একদিনে আরও সাড়ে সাত হাজার মানুষের প্রাণ নিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।

ওয়ার্ল্ডোমিটার্স অনুযায়ী গত একদিনে বিশ্বজুড়ে মারা গেছেন সাত হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন চার লাখ ৯৯ হাজার ৯৬১ জন।

করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। দৈনিক সংক্রমণেও অবশ্য এ দিন বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক হাজার ২২৫ করোনা রোগী। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৬২৬ জন।

রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৯২ জন এবং এ রোগে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৩৫ জন।

এছাড়া জার্মানিতে নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০৬, মৃত্যু ১৭৮, যুক্তরাজ্য নতুন আক্রান্ত ৩৪ হাজার ২৯, মৃত্যু ১৯৩, তুরস্কে নতুন আক্রান্ত ২৮ হাজার ১৯৩, ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৯৭ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার ১৮৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৫ হাজার ৯২৪ জন।

শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫২ হাজার ১৮২ জন, তবে এই সংখ্যা আগের দিনের চেয়ে কম।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/180478/সুস্থতার-সংখ্যা-প্রায়-পৌনে-২৩-কোটি