পাকিস্তানের বিশ্বকাপ দলে তিন পরিবর্তন
পাকিস্তানের বিশ্বকাপ দলে তিন পরিবর্তন
খেলাধুলা
নিজস্ব প্রতিবেদকআসন্ন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের স্কোয়াডে তিনটি পরিবর্তন করেছে। দলে ঢুকেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, ওপেনার ফাখর জামান এবং তরুণ হায়দার আলি।
শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে।
গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু দল ঘোষণা নিয়ে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের অনেকে সমালোচনা শুরু করেন। ফলে দলে যে পরিবর্তন আসবে সেটা কিছুটা অনুমান করা যাচ্ছিলই। পারফরম্যান্স এবং ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ফর্ম বিচেনায় এই দলে তিনটি পরিবর্তন এনেছেন নির্বাচকরা।
উইকেটকিপার আজম খান ও তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনকে দল থেকে বাদ পড়ায় জায়গা পেয়েছেন সরফরাজ আহমেদ আর হায়দার আলি। অন্যদিকে রিজার্ভ স্কোয়াডে থাকা ফখর জামানকে জায়গা ছেড়ে দিতে হয়েছে মূল স্কোয়াডের খুশদিল শাহকে। ফলে খুশদিল এখন রিজার্ভে জায়গা পেয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে পাকিস্তানের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ২৪ অক্টোবর।
পাকিস্তানের বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, শোহাইব মকসুদ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড়: খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/177213/পাকিস্তানের-বিশ্বকাপ-দলে-তিন-পরিবর্তন