ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল, নিহত ১
ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেল, নিহত ১
যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ আলম রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত...
বাংলাদেশ
যশোর প্রতিনিধিযশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাসুদ আলম রোহান (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী কিশোর।
শনিবার দুপুরে সদর উপজেলার খোলাডাঙ্গা কাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান হোসেন শহরের খড়কি পীরবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে। আহতরা হল, চাঁচড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে প্লাবন ওরফে শ্রাবণ (১৪) ও ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিফাত হোসেন (১৪)।
আহত রিফাত জানান, শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে খালাডাঙ্গা কাজীর বাজার থেকে ধর্মতলা এলাকার দিকে যাচ্ছিলেন।
এ সময় যশোর-ঝিনাইদহ মহাসড়কে উঠলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহগামী একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোহান হোসেনের মৃত্যু হয়। এছাড়া আহত দু’জনের মধ্যে প্লাবনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। বর্তমানে রিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178205/ট্রাকের-চাকায়-পিষ্ট-মোটরসাইকেল-নিহত-১