![মাদক মামলায় যুবকের যাবজ্জীবন মাদক মামলায় যুবকের যাবজ্জীবন](https://www.bd-journal.com/cache-images/news_photos/2021/10/25/resize-600x400x1x0image-179111-1635121829bdjournal.jpg)
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
![](https://www.bd-journal.com/cache-images/news_photos/2021/10/25/resize-600x400x1x0image-179111-1635121829bdjournal.jpg)
মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ময়মনসিংহে মাদক মামলায় নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড...
ময়মনসিংহ প্রতিনিধিময়মনসিংহে মাদক মামলায় নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ অর্থ অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডের আদেশ দেন বিচারক।
রোববার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন কবির উদ্দিন ভূঁইয়া (পিপি) ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী শাহজাহান।
জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি (পেশকার) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৯ সালের ৩০ জুলাই ভালুকার পল্লীবিদুৎ অফিসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে ১২৫ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা করা হয়।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল।
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179111/মাদক-মামলায়-যুবকের-যাবজ্জীবন