রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে রাকিব নামের এক যুবক খুন হয়েছেন।
জার্নাল ডেস্করাজধানীর জুরাইনে ছুরিকাঘাতে রাকিব নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকার বিবদমান দুটি পক্ষ বাকবিতণ্ডা থেকে হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় ভিড়ের মধ্যে রাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর জোনের এডিসি কাজী রোমানা নাসরিন জানান, আমরা আমাদের সফটওয়্যার ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করবো। যেহেতু প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বিরুদ্ধে অভিযোগ করছে, কাজেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।
বাংলাদেশ জার্নাল/এমএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179557/রাজধানীতে-ছুরিকাঘাতে-যুবক-খুন